শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

নাস্তিক্যবাদের সাথে মাদকাসক্তির সম্পর্ক এতো গভীর কেন?


লিখেছেন: এ.কে চৌধুরী

মানুষ কেন মাদক গ্রহণ করে? কেউ শুধুমাত্র স্বাদের জন্য খায়, কেউ মানসিক যন্ত্রণা দূর করতে খায়, কেউ অতীতকে ভুলে যাওয়ার জন্য খায়, কেউ ভোগবাদী জীবনকে উপভোগ করার জন্য খায় আবার কেউ আত্নহত্যার জন্য খায়। আমাদের সমাজে বিভিন্ন ধরনের নাস্তিক দেখা যায়। কেউ বা ধর্ম সম্পর্কে না জেনে নাস্তিক, কেউ বা ধর্ম সম্পর্কে জেনেই নাস্তিক। কেউ বা প্রথম জীবনে ধার্মিক থেকেও পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন চাকচিক্য দেখে নাস্তিক হয়ে যায়। কেউ বা প্রথম জীবনে বিলাসিতার মধ্যে থেকেও শান্তি পায় না ফলে ধার্মিকতাকে গ্রহণ করতে বাধ্য হয়। নাস্তিকদের মধ্যে মাদক, অবাধ যৌনাচার ও ডিভোর্স বেশী দেখা যায়। কিন্তু আজকের লেখার বিষয়বস্তু হচ্ছে নাস্তিক্যবাদের সাথে মাদকাসক্তির সম্পর্ক এতো গভীর কেন? পর্যালোচনার প্রথমেই আমরা  কিছু জরিপ দেখে আসি যেহেতু প্রমাণ ছাড়া লেখালেখির কোন মূল্য নেই :